সীতাকুণ্ডে মামুনের হাতে নৌকা, পুনরুজ্জীবিত আওয়ামীলীগ

Passenger Voice    |    ১০:৩৯ পিএম, ২০২৩-১১-২৭


সীতাকুণ্ডে মামুনের হাতে নৌকা, পুনরুজ্জীবিত আওয়ামীলীগ

সামসুদ্দীন চৌধুরীঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক অভিভাবক মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত সাংসদ মরহুম এবিএম আবুল কাশেম মাষ্টারের পুত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন নৌকার মনোনয়ন পাওয়ায় নির্বাচনী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল করেছে তৃণমূলের সাধারণ মানুষ। আজ সোমবার (২৭ নভেম্বর) উৎসবের আমেজ মুখরিত পুরো সীতাকুণ্ড।

সরেজমিনে দেখা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন নৌকার মনোনয়ন চায়। এতে আওয়ামী লীগের দলীয় নির্বাচনী মনোনয়ন বোর্ড অনেক যাছাই-বাছাই করে এ অঞ্চলের জননেতা প্রয়াত এবিএম আবুল কাসেম মাস্টারের উত্তরসূরি জৈষ্ঠ্যে পুত্র মামুনকে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়।

মামুনের নৌকার প্রতীক পাওয়ার খবরে সীতাকুণ্ডে তৃণমূল আ. লীগের নেতা-কর্মীরা ঢোল বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উৎসবের আমেজে মেতে উঠে। নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় সাধারণ মানুষ ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা দুপুর ২ টা থেকে জমায়েত হতে থাকে। সীতাকুণ্ডের ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ টি ওয়ার্ড নিয়ে গঠিত সীতাকুণ্ড এই আসনের প্রতিটি এলাকা থেকে ট্রাক- পিকআপ, মোটর সাইকেল, ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রিয় নেতাকে বরণ করতে সেখানে ভিড় করেন। এছাড়াও সীতাকুণ্ড বাজার, বাড়বকুণ্ড বাজার, বাঁশবাড়ীয়া বাজার, কুমিরা, জোরআমতল, ভাটিয়ারী, সলিমপুর হয়ে অলংকার মোড়েসহ মোট ১২ টি স্থানে বক্তব্য প্রদান করেন এস এম আল মামুন। এই সব স্থানে হাজার হাজার সাধারণ মানুষ এস এম আল মামুনকে বরণ করতে রাস্তার ধারে অপেক্ষা করতে ছিলেন। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আল মামুন বলেন, আমার পিতা কোনো অন্যায়ের কাছে মাথানত করেনি বলে আমিও কোনো দিন অন্যায়ের কাছে মাথানত করিনি। তাই জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন। সুতরাং জনগণ যেভাবে আমার পিতাকে ভালোবেসে বার বার নির্বাচিত করেছে। তেমনি আমাকেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।

এই সময় এস এম আল মামুন এর সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, ১ নং সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমুখ।